বুঝিস্ নে তুই—সবই খারাপ,
তুই কেমন তা’ ভেবে দেখিস্,
ভেবে-বুঝে দেখে-শুনে
যা’তে ভাল তা’ই করিস্।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, নীতি-৩৯
টান হ’ল তোর ইষ্টে অসীম
পরাক্রমহীন কিন্তু,
পশুর টানেও বিক্রম থাকে
তুই কেমনতর জন্তু !
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কপট টান-১৮
আপ্তপূরণ ধারাটি তোর
বাতিল ক’রে অকৃতজ্ঞ,
সেই হৃদয়টি নিয়ে যাচ্ছিস্
প্রেরিতে ধ’রে হ’তে প্ৰজ্ঞ?
কায়দা-কলম ভণ্ডামি তোর
খাটতে পারে মানুষের কাছে,
ভাবিস পাবি পাগল অজান
রেহাই বিধির বান্দার কাছে ?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৬০
ব্যষ্টি-সহ সমষ্টি তোর
আপন-জনা ক’রে তোল,
ইষ্টীপূত শিষ্ট তালে
শিব-শক্তির ধ’রে রোল।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, সেবা-১১
ইষ্টার্থটি করতে অর্জ্জন
স্বাৰ্থ‘লোভী হ’য়ো না,
তোমার চর্য্যামুগ্ধ হ’য়ে
কেউ কিছু দিলে ফিরিও না।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, নীতি-৭২
তাপস যা’রা করে না আপোষ
অসতের সাথে সৎ নিয়ে,
বাঁকা যা’-সব সোজা করে
আনে আলোয় দীপ্তি দিয়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সাধনা-৫
বীজ খেয়ে তুই করবি ফসল
সেটি হবে না,
বীজ হ’তে তুই করলে ফসল
পাবি নন্দনা ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, গার্হস্থ্য-নীতি-৬
নিজে সিদ্ধ না হয়ে যে
লোকে মন্ত্র কয়,
নিজের করে সৰ্ব্বনাশ
যজমানেরও ক্ষয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, আদর্শ-৬৫
সমর্থনী সহযোগে
আদরে শুভ নিয়ন্ত্রণ,
এমনি করেই পেতে পারিস্
সবারই মন বিলক্ষণ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৩৬
জানার পাল্লা বাড়বে যত
বিধির বিধানও এগিয়ে যাবে,
বিধিগুলো আরো তোমার
ধী-এর আওতায় এসে যাবে;
এগিয়ে যাবে এমনতরই
বাস্তবায়িত চলা নিয়ে,
সেই চলনই আরোর পথে
উঠবে ফুটে আরো নিয়ে;
এই আরো-র কি ইতি আছে ?
চলার ইতি নাইকো যা’র,
রীতি যাহার যেমনতর
বিধিও ফুটবে তেমন তা’র ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বিধি-৮৬
