শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

জানার পাল্লা ছাপিয়ে
   ব’য়ে কৃতকৰ্ম্মফল
যে রূপ ধ’রে দাঁড়িয়ে থাকে—
   অদৃষ্ট তা’য় বল্ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, সংজ্ঞা-৫৬


অনুকম্পী অনুশ্রয়ে
   বোধবিবেকী বিবেচনা,
এতে যদি অভ্যস্ত না হো’স্
   ধী-দীপনা বাড়বে না।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, বিবিধ-২৭


পারম্পর্য্যে ইষ্টজেরটি
   যখনই যে ভাঙ্গল,
গণসমষ্টির ব্যষ্টিমূর্ত্তি
   তখনই সে মারল ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৪৮


যে-আচারে বাঁচে-বাড়ে
    উন্নতি অবাধ,
তা’কেই সদাচার বলে
    তাই জীবনে সাধ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সংজ্ঞা-৯


নিষ্ঠারতির অনুরাগে
   কৃতিদক্ষ হবে যত,
অর্থান্বিত বিনায়নে
   নাম-মহিমা বুঝবে তত।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, সাধনা-৫৫


তুই যা’ করিস্, ধরিস্ যা’ তুই
   পাস্ও তেমনি তাহার ফল,
ঐ তো বিচার ভগবানের—
   আকাশে ওঠে সাগর-জল।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, বিধি-৮৬


ভজন তবে কোথায়?
    আশ্রয়, দান, সেবান, রাগ
        উঠল ফুটে যেথায়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সাধনা-২


শিল্পী মাথা শিল্পঘরে
   তবেই দেশে লক্ষ্মী ধরে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, শিল্প-১১


তোমার কাছে যদি কেউ আসে—
   দেখে নিও স্বার্থ নেশা,
স্বার্থলোভটি দেখে বুঝলে—
   নেই তোমাতে ভালবাসা ;
তোমার জন্য আসে নাই সে
   নাই তোমাতে ভালবাসা,
প্রীতিচর্য্যা নাই যেখানে—
   বোধ ফোটে না, ফোটে না দিশা;
স্বার্থলোভী তা’রা কিন্তু
   মুচ্‌ড়িয়ে তোমায় স্বার্থেই চায়,
স্বার্থ ভাওতার নানান রূপে
   দিতে থাকে পরিচয় ;
অমনতর লোক দিয়ে তোমার
   নষ্ট ছাড়া হবে না কিছু,
এগিয়ে যাওয়ার পথটি রুখে
   স্বার্থলোভেই চলবে পিছু।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, মনোবিজ্ঞান-৩৩


প্রেরিতে বিভেদ নাই যাহাদের
   রসুল ব’লে মানে,
উপকারীর স্বতঃই গোলাম
   মরেও যদি প্রাণে,
শান্তিবাদী শান্তি-সন্ত্রী
   দীপ্ত-পূরণপ্রীতি,
সন্ধ্যা পাঁচে উপবাসে
   গায় ঈশত্বের গীতি;
সব প্রেরিতের পূরণ-মতের
   সেবক-সাধক প্রাণ,
পূর্ব্বপুরুষ সূত্র-ছেঁড়া
   নয়কো ইতর টান;
একেশ্বরে হৃদয় ঢালা
   শান্ত মতিমান,
জনসেবী জীবন-উপাসক
   তা’রাই মুসলমান;
এমনতর রেশও যেথায়
   নয়কো বিদ্যমান,
রসুল প্রেমের মুখোসপরা
   শঠকপটী প্রাণ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *