প্রিয় কিংবা শ্রদ্ধাপাত্র
সৎ-শিষ্ট যিনিই হন,
অশিষ্ট দুষ্ট ব্যবহার হ’তে
ক’রো নিয়ত তা’দের ত্রাণ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৭০
অহঙ্কারীর দুর্বলতা
দুর্বল করে ধীয়ের গতি,
দুর্বল করে শিষ্ট চলন
দুর্বল করে চর্য্যারতি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, প্রবৃত্তি-৫৬
অপাত্রেতে মনের নেশা
থাকলে দুঃখে হারাদিশা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-১০
কৃতী যা’রা সাহসী যা’রা
নিজের কথা কমই জানায়,
ন্যায়পরতা, সাহস-কথা
পরিবেশ তো আপনিই গায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-২৫
কী বা তোমার করণীয়
না করলে কী হতে পারে,
সব সময়ে নজর রেখো
করণীয় যা’ করতে তারে;
করবে না যা’ সেই ফলটি
বেকুব বোধে থেকে তোমার,
নষ্ট করবে জীবন-গতি
নষ্ট করবে চলন তোমার;
করণীয় যা’ সমাদরে
করবেই তা’ নিষ্ঠাসহ,
ঐ নিষ্ঠাই শ্রেয়-নিষ্ঠায়
করবে তোমায় সব সুবহ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, কৰ্ম্ম-৫৬
স্বস্তিই যদি চাও—
ইষ্টনিষ্ঠ রাগ-আগুনে
দীপ্ত হ’য়ে ধাও ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, জীবনবাদ-১
বিশেষ দেখে বিশেষেরে
বিশেষ পূরণ করতে পারা,
এইটি হ’চ্ছে সমানভাবে
ভালবাসার সত্যি ধারা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, অনুরাগ-৬১
তাই বলি রে ওরে পাগল!
সত্তাসাম্য রেখে ঠিক,
পারস্পরিক অনুকম্পায়
চলতে থাকিস্, নয়তো ধিক্।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, ধর্ম্ম-৭৮
রসুলপূজো করলে তোদের
জাত যাবে তা ব’লল কে?
রসুলই তোদের সেই অবতার
সেটাও তোরা ভুললি যে!
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, আদর্শ-৪
যত থাকবে অটুট টানে
বলও পাবে তেমনি প্রাণে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, অনুরাগ-৬
