সমাচার প্রতিবেদন:
পুরুষোত্তম জনক মহাত্মা শ্রীশিবচন্দ্র ও বিশ্বজননী মনোমোহিনী দেবীর ১৪৬ তম শুভ পরিণয় দিবস উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল যজমান পরিচর্য্যা ও দীক্ষা বৃদ্ধি।
শ্রীহরিপদ মজুমদার (প্রিতি ঋত্বিক) এর সভাপতিত্বে এবং ঋত্বিক পরিষদ সদস্য শ্রীমহিত কুমার বিশ্বাস (সহ প্রতি ঋত্বিক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক ঋত্বিক সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সিনিয়র সহসভাপতি শ্রীপ্রাণশঙ্কর দাস (সহ প্রতি ঋত্বিক), সাধারণ সম্পাদক শ্রীতাপসচন্দ্র বর্মন (সহ প্রতি ঋত্বিক), সহঋত্বিক পুরোধা শ্রীকল্যাণ বিশ্বাস (সহ প্রতি ঋত্বিক) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীসৌমিত্রমজুমদার পলাশ (সহ প্রতি ঋত্বিক), ড. শ্রীনরেশচন্দ্র মধু (অধ্বর্য্যু)প্রমুখ। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন ঋত্বিক সচিব শ্রীনিরঞ্জনচন্দ্র দেবনাথ (সহ প্রতি ঋত্বিক। ঋত্বিক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ঋত্বিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হলে আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
তিন দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকালে ও সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সংঙ্গীতানুষ্ঠান, অর্ঘ্যাঞ্জলিসহ শ্রীশ্রীঠাকুর ও পিতৃ-মাতৃ প্রণাম। ঋত্বিক পরিষদ সভা, ত্রৈমাসিক ঋত্বিক সম্মেলন (আলোচ্য বিষয়: যজমান পরিচর্য্যা ও দীক্ষা বৃদ্ধি), পাঞ্জাধারীদের প্রশিক্ষণ, “শ্রীশিবচন্দ্র-মনোমোহিনী পরিণয় সূত্রে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব” শীর্ষক বিষয়ে আলোচনা সভা, দুপুরে ও রাতে আনন্দবাজারে মহপ্রসাদ গ্রহণ। তিন দিন ব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ঋত্বিক এবং ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
