শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

মূলধনে যা’দের হাত চলে,
      ব্যবসায় প্রায়ই কুফল ফলে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, ব্যবসায়-৪


ঈশ্বরই তো পরম বিধি
      বিধি ধ’রেই সিদ্ধি পায়,
বিধি-বিপরীত করলে কিন্তু
      আসেই বিপদ পায় পায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিধি-২

বীর্য্য কর বজ্রতেজা
      শরীর কর স্বস্থ,
নিষ্ঠানিপুণ রাগদীপী হও,
      কৃতি-কুশল হস্ত।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৫৫


সুসংস্কৃত কুলের আচার
     রীতি-নীতি-ব্যবহার,
সব যা-কিছুর পরিচর্য্যায়
     উচ্ছলতা আন্ সবার।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-৪২

ভাবের সত্তাসঙ্গতি হ’লেই
      নিষ্ঠা বলে তা’য়,
আনুগত্য, কৃতি-সম্বেগ
      সেই দিকেতেই ধায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-৪৪


ইষ্টকাজে দৃশ্যজগৎ
      স্পৃশ্য হয়ে ওঠে,
অজানা যা’ জানায় জমে
      প্রজ্ঞা হ’য়ে ফোটে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, সাধনা-৪৫


অস্খলিত ইষ্টনিষ্ঠা
      আনুগত্য কৃতি-কুশল
থাকলে তা’তে নিস্পাদনা
      গড়ে ভাগ্য দিব্য সবল।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিধি-৮১


সাধু জানিস্ তা’রা—
     সৎ আচার্য্যের নির্দেশমত
প্রজ্ঞাতপা যা’রা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সংজ্ঞা-২৩


খারাপ হ’তে চায় না কেউ
     খারাপ ক’রেও ভালই চায়,
মন্দ ক’রেও ভাল’র তক্‌মায়
     বাহাদুরি গেয়ে বেড়ায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, চরিত্র-২৩৭


নিষ্ঠানিপুণ অনুরাগে
      আচার্য্যের নিয়ে স্মরণ
চলতে থাক সবল চলায়
      প্রদীপ্ত হোক্ তোমার জীবন;
সিদ্ধি আন্ প্রতি কাজেই
      দূরদৃষ্টি জেগে উঠুক,
মাভৈঃ-রবে দীপ্ত রাগে
      অজ্ঞতা সব সুপথ ধরুক,
চিন্তাচলন পরম কারণ
      নিষ্ঠানিপুণ রাগদীপিকায়
উঠুক জেগে তৃপ্ত তপে
      ফুটুক সে-সব প্রাণ ভূমিকায়,
স্বস্তি আসুক দীপ্ত সুরে
      বৃদ্ধি উঠুক্ নিত্য জেগে,
চল্ রে ওরে ! অটুট হ’য়ে
      নিষ্ঠানিপুণ কৃতিযাগে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, সাধনা-১১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *