যজন, যাজন, ইষ্টভৃতি
করলে কাটে মহাভীতি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ইষ্টভৃতি স্বস্ত্যয়নী-১০
মান-অপমানে সমান থাকে
টলে নাকো একটু
নিষ্ঠানিপুণ কৃতিতপা, —
সেইজনই সুপটু।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, সাধনা-৫০
দক্ষতাকে দখল করে
প্রেষ্ঠমত্ততায়—
ক্রমাগত সৎচলনে
ভগবত্তা পায় ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সাধনা-৬৬
কুকুরের থাকলে প্রভুভক্তি
আনুগত্য-প্রীতি প্রবল,
প্রভুর নির্দেশ ছাড়া খায় না
লোভনীয় যা’ থাকে সকল ;
প্রভুর বিরহে জীবন ত্যজে
অনেক কুকুর এমনি দেখো,
নিষ্ঠা-আনুগত্য-কৃতি
দেখে-বুঝে পার তো শিখো।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নিষ্ঠা-৫৮
আকুল প্রাণে ব্যাকুল হয়ে
ইষ্টপ্রদীপ যিনি,
জীবন-পথে উছল চলেন—
সিদ্ধ সেবক তিনি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, সংজ্ঞা-১১
