বেদন বার্তা : চট্টগ্রামের শম্পা বিশ্বাসের পরলোগ গমন

সংবাদদাতা :

চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ – সাংগঠনিক সম্পাদক, কেচিয়াপাড়া সৎসঙ্গের সাধারন সম্পাদক বাবু উত্তম দে জয় (অধ্বূর্য্য) মহোদয় এর সহধর্মিণী, ইষ্টপ্রান ব্যক্তিত্ব, স্বস্ত্যয়নী ব্রতধারী শম্পা বিশ্বাস। ইহলোগ ত্যাগ করেছেন|(ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকালে তিনি সাধনোচিতধামে গমন করেন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাধারণ সম্পাদক তাপস কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শম্পা বিশ্বাস দুর্ঘটনায় পতিত হয়ে প্রথমে চট্টগ্রামে এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দশদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তিনি স্বামী দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ‎ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাধারণ সম্পাদক তাপস কুমার বর্মন, সৎসঙ্গ কেন্দ্রীয় পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. নরেশ মধুসহ বিভিন্ন অঞ্চলের সৎসঙ্গীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *