শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

চলার বোধি যতই নিটোল
      তোমারও চলন তেমনি হবে,
নিষ্ঠানিপুণ অনুরাগে
      কৃতির বেলায়ও তা’ই পাবে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, বিধি-১৩

আত্মস্বার্থে ভালবাসা
     স্বার্থসিদ্ধিই যা’র প্রয়াস,
ধৃতিচর্য্যা করিস্ তা’দের,
     করিস্ না সঙ্গে বসবাস।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ব্যবহার-৭০

ধৃতি-উপাসনায় ধৃতি-তপা
     হ’য়ে ধৃতিক্রিয় হ’য়ে চল্,
ভক্তি-জাগরণে শক্তি বেড়ে
     যাক্ বাড়ুক জীবন-বল।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, ধর্ম্ম-৯৬

যেমন মহৎ যা’ই বলুক না—
      বুঝিস্ এটা খুবই ঠিক,
ইষ্টনিষ্ঠানুগতি-কৃতি
      থাকলে—সুষ্ঠু সমধিক।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নীতি-৮০

বাজার ঘুরে বাছতে গুরু
     নিষ্ঠা গেল জাহান্নমে,
ভাঙ্গবে কি তোর শঙ্কা মনে
     হবে কি কিছু লাখ জনমে?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, আদর্শ-২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *