আবেগভরা প্রেরণাটি
ফেঁপে তুললে মন,
প্রথম যখন হবে তাহার
কৰ্ম্মে বিনয়ন,
প্রেষ্ঠ-লাগি’ নিবেদন তোর
হ’লেই জানিস্ তা’য়,
সেই কাজেরই সেই দক্ষিণা
দক্ষতা তা’য় পায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সংজ্ঞা-৩৯
অত্যাচার যা’ তা’র হোক্ না ধ্বংস
অত্যাচারীর শুভ হোক্,
ঐ প্রবৃত্তি নষ্ট ক’রে
পারিস্-বাড়াস্ সৎ-এর ঝোঁক ;
সাহস বীৰ্য্য ঊর্জ্জনা যা’
এস্তামাল ক’রে ক্রমে ক্রমে,
এমনভাবে ওঠ্ দাঁড়িয়ে
ধী ও বীর্য্যের সুসঙ্গমে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৯১
সম্মাননায় শিষ্ট হ’য়ে
সংবর্দ্ধনায় চলবি যত,
পায়ে পায়ে এগিয়ে যাবি
বিভূতিতেও বাড়বি তত ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ব্যক্তিত্ব-৪৯
পারস্পরিক দেওয়া-নেওয়ায়
সত্তাপোষী অর্থনায়—
যেখানে যা’র যেমন লাগে
ছাড়ে-রাখে প্রয়োজনায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-২২
অভ্যাসেরই ঝরণা হ’তে
জন্মে সংস্কার,
সন্তানেতে বংশক্রমে
তা’রই তো সঞ্চার।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, প্রজনন-১