শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

আদর্শের অপবাদে
     অনুগতি ক্ষুণ্ণ,
শ্লথ তা’র প্রাণগতি
     বুকভরা শূন্য ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, যাজন-৬

ইষ্টসেবা ব্যাহত হয়
     এমন কাজ বা প্রয়োজন,
পদে-পদেই বিপাক আনে
     ভ্রান্তি আনে অগণন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, কপট টান-২২

পৃথক যা’ তা’ তেমনি থেকে
     একীভূত যে বোধটি পেকে,
বৃহৎ-জ্ঞানে হয় আসীন—
     তখনই তো ব্রহ্মে লীন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সংজ্ঞা-৬৪

আপনার ব’লে নাও ভেবে নাও
      পর ভেবেছিলে যা’দের তুমি,
শিষ্টাচারে মিষ্ট সেবায়
      কোল দিয়ে নাও হৃদয় চুমি’।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, ব্যবহার-৯

শুভ নিষ্ঠা, বলিষ্ঠ নয়—
      ব্যতিক্রমের রয়ই ভয় ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নিষ্ঠা-৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *