শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

করণীয় যা’ স্মরণ ক’রো
      ক’রেছ যা’ তাহার সাথে,
কী ক’রে যে কেমন হয় তা’
      নাও জেনে তা’ হাতে-হাতে ;
উপনিষদের অমর বাণী
      অন্তরেতে রেখো গাঁথা,
নিয়ন্ত্রিত হ’য়ে চল,
      ক’রো নাকো যা’ ইচ্ছা তা’ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-১১৩

জীবনকে যে অবহেলা
      ক’রে চলে নিত্যদিন,
রক্ষা তাহার হয় কি কভু ?
      পাতিত্যেই হয় সে-জন লীন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, জীবনবাদ-১০

সুমানসে যা’ই না করবে
      সদক্ষিণায় কর তা’
ইষ্টভৃতি-স্বস্ত্যয়নীর
      দক্ষিণাতেই* দক্ষতা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, ইষ্টভৃতি-স্বস্ত্যয়নী-১২ 

নিষ্ঠা বলে তা’য়—
    লাখ সংঘাত-অত্যাচারেও
        বিশ্লিষ্ট না হয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, সংজ্ঞা-৩৯

ঊর্জ্জী ভক্তি নে সেধে তুই
            ধীমান বীর্য্যের দীপ জ্বেলে,
ক্লৈব্য চলন দূর ক’রে দে
            আবৰ্জ্জনা সব ঠেলে।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *