শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

জীবনটাকে দ্যোতনবিভায়
      দীপ্ত করতে চাস্ যদি,
ইষ্টার্থেরই সার্থকতায়
      ব্যাপ্ত থাকিস্ নিরবধি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৭১

চালচলন আর কথাবার্ত্তা
      যেখানে যেমন করতে হয়
তৃপ্তি পেয়ে নাচে হৃদয়,
      সুষ্ঠু ব্যাভার তা’কেই কয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, সংজ্ঞা-৪০

কোন্ বেকুব শিখিয়ে দেছে
     আর্য্য যা’রা পৌত্তলিক,
পুতুল-পূজো করে না তা’রা
     পূজক আপ্তবীর-প্রতীক;
ভরদুনিয়া দেখ্‌ খুঁজে তুই
     স্মারক-পূজক কেই বা নয়,
যা’র যেমনটি লাগে ভাল
     তেমনি পূজোয় সবাই রয় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, আৰ্য্যকৃষ্টি-১১

ইষ্টার্থতে চৌর্য্যপ্রীতি
      সর্ব্বনাশের উছল ধৃতি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, বিধি-৫৮

বিহিতভাবে শ্রম ক’রে তুই
      শ্রমনেশাতে মত্ত হোস্,
শ্রমের মাতাল হ’বি তখন,
      করবে না শ্রম তোরে বেহুঁস্ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, স্বাস্থ্য ও সদাচার-৪

লোভানির এক হুম্‌কি দিয়ে
     কুলাচার আর নিষ্ঠার প্রভাব
ভাঙ্গে যা’দের, ঠিকই জানিস্—
     অমনতরই খিন্ন স্বভাব।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, চরিত্র-৭

ইষ্টে যদি না থাকে নিষ্ঠা
      নির্দেশ অনুশীলন করবে কে ?
নিষ্ঠাতেই তো ইষ্ট প্রতিষ্ঠ
      অনুশীলনও সেই সম্বেগে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, নিষ্ঠা-২৮

মিত্রদ্রোহী কৃতঘ্ন যেই
     বিশ্বাসঘাতক,
জানিস্ তা’র আছেই কিন্তু
     অনন্ত নরক ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, লোকচরিত্র-১৪

বোধিদীপ্ত রঞ্জনাটি
      ধৃতিপথে নিয়ন্ত্রণ
করবে যেমন বিহিতভাবে,—
      পাবেও তেমনি তা’র বরণ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, আত্মনিয়ন্ত্রণ-৪

ইষ্টনিষ্ঠ ভাববৃত্তির
     উল্টো গেলেই মন,
হোক না যা’ তা’ ইষ্টার্থেতেই
     করবি নিয়োজন।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, প্রবৃত্তি-৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *