শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

শুভনিষ্ঠ তাৎপর্য্যেতে
      অর্জ্জনদীপ্ত যা’রাই হ’ন,
সিদ্ধকামা কৰ্ম্মদেবী
      তাদের প্রতি ফুল্ল র’ন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-৭০

আচার্য্যপ্রাণ যা’রাই, তা’রা
      চর্য্যাবিশারদ হয়ই হয়,
ধৃতি-কৃতি তা’দের জেনো
      পায়ে পায়ে গাহে জয়,
কৰ্ম্ম তা’দের ধৃতিপোষা
      কৃতিদীপ্ত হ’য়ে রয়,
কৃতিচর্য্যায় স্বাভাবিকই
      স্খলনদুষ্ট নয়ই নয় ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, চরিত্র-৪৯

পাওয়ার লোভে সেবা
    তোমার কিন্তু নয় সে কেউ
        তুমিই বা তা’র কেবা ?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, সেবা-৫

পরিস্থিতির বাঁচা-বাড়ায়
     সবার জীবন ওতেই দাঁড়ায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সেবা-৪

দরদভরা হৃদয় হ’লে
      আগ্রহ ওঠে গ’ৰ্জ্জে তেমন,
দরদ-বাথা করতে বিনাশ
      ব্যগ্রও কাজে হয়ই সেমন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, চরিত্র-৫৬

যা’রা অসৎকৃতিদীপ্ত
      ক্ষতির দিকে বৃদ্ধি যা’র,
অসৎ কৰ্ম্মে সিদ্ধ হ’য়ে
      কুড়িয়ে আনে অপকার ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, কৰ্ম্ম-৩২

জাতি হ’তেই জন্ম হয়
      জন্ম হ’তেই বৰ্ণ,
বর্ণে ই থাকে শিষ্ট নিষ্ঠা,
      তা’তেই গুণ ও কৰ্ম্ম ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বর্ণাশ্রম-২৩

সবপূরণী সব যা’ ধরে
      সনাতনী কৃষ্টিদানা,
বৈশিষ্ট্য তোর সেই দিকেতে
      রাখ্ জুগিয়ে সটানটানা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, বর্ণাশ্রম-৫

প্রতিটি কথায় প্রতি চাউনিতে
      প্রতি পদক্ষেপে ব্যবহারে
ফোটে যদি তোর জীবনদীপ্তি –
      সুষ্ঠু অভিনয় বলেই তা’রে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, সংজ্ঞা-৪৪

যে-ভাব হ’তে ত্ৰাণ চাহিস্ তুই
     সে-ভাব ফেরা আগে,
তবেই রেহাই পারবি পেতে
     ফুটবি শুভ রাগে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *