শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর- পাবনা এর একনিষ্ঠ কর্মি বিলাস রায় (স:প্র:ঋ:) এই প্রপঞ্চের মায়া কাটিয়ে পরমধামে গমন করেছেন। (দিব্যান লোকান স্ব গচ্ছতু) গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বাসভবনে ইহধাম ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা ও হাপানি রোগে ভুগছিলেন।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর- পাবনা কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীহিরন্ময় ঘোষ (স:প্র:ঋ:) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি মহাত্মনের বিদেহী আত্মার পরমপদ প্রাপ্তির প্রার্থনা জানান। সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।