রক্ত অরুণ বজ্রবেগে
ক্ষত্র আবার ওঠরে জেগে;
আর্য্যকৃষ্টির যা’ ব্যাঘাত
বীর্য্যদাপে কর নিপাত! ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বর্ণাশ্রম-৩২
প্রবৃত্তি তোর যা’-কিছু সব
এক-নিয়ামক যতই হবে,
ততই জানিস্ সার্থকতায়
সামঞ্জস্যে বিনিয়ে র’বে,
এই আদর্শে পড়শীস্বার্থ
বাস্তবে আপন থাকলে হ’তে,
ওর সাথেতে আপনি আসবে
নেতৃত্ব তোর অলক্ষ্যেতে;
জন-নিয়ামক আধিপত্য
দণ্ডবিধি আসবে সাথে,
সৈন্য-সহ রাজ্য নিয়ে
আসবে মুকুট আপনি মাথে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, রাষ্ট্রধর্ম-১৫
সাফ থাকিস্ তুই করায়-বলায়
চলনচর্য্যা-আচরণে,
তৃপণদীপী উন্মাদনায়
সটান চলিস্ সেই টানে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, ব্যবহার-৯৫
জীবনটা তোর ফুটে উঠুক
এড়িয়ে যা’ সব পোকামাকড়,
দিব্য প্রাণে ওঠ্ না জেগে
সুষ্ঠু কৃতি জড়িয়ে ধর্,
তোরাও হ’বি মহান্ মানুষ—
মহান্ হবে হৃদয় তোর,
দীপ্ত হয়ে উঠবে জানিস্
সাত্বতীরই প্রীতির জোর,
অসৎ যা’ সব উবে গিয়ে
নিষ্ঠানিপুণ রাগদীপনায়
শ্রেয়’র পথে চলবি সোজা
ইষ্টনেশার প্রতি চলায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, জীবনবাদ-৮৪
মূলধনে যে আঘাত হানে
তা’র প্রতি হন লক্ষ্মী বিমুখ,
ঐ ধনে যে অর্ঘ্য জোগায়
লক্ষ্মী বাড়ান তা’রই সুখ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, ব্যবসায়-৬