সমাচার প্রতিবেদন :
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র সৎসঙ্গী দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি শ্রীসুশান্ত কুমার সরকার ও সৎসঙ্গী শ্রীপ্রশান্ত কুমার সরকারের বাবা স্বর্গীয় সুশীল চন্দ্র সরকারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাবনা সদর উপজেলার চকউগ্রগড় গ্রামের প্রার্থনা এবং রাতে নামসংকৃর্তনের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. শ্রীনরেশ চন্দ্র মধু, শ্রীলিটন কুমার কুন্ডু, শ্রীপলাশ কুমার সাহাসহ স্বর্গীয় সুশীল চন্দ্র সরকারের আত্মীস্বজন ও প্রতিবেশিরা অংশগ্রহণ করেন।