কক্সবাজারে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসবের আয়োজন

সমাচার প্রতিবেদন :

কক্সবাজারে বিশ্ব সৎসঙ্গের প্রাণপুরুষ আপুরয়মান বৈশিষ্ট্যপালী যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসবের আয়োজন করা হয়েছে। সৎসঙ্গ কক্সবার রামু শাখার উদ্যোগে কক্সবাজার জেলার রামু চৌমুহনী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির ও রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ জানুয়ারি ২০২৫) পর্যন্ত চলবে উৎসব।

দুই দিনব্যাপী উৎসবের মধ্যে থাকছে শুভ অধিবাস, ফ্রী চিকিৎসা সেবা, শ্রীমদ্ভগবদ্গীতা, সত্যানুসরণ ও নারীনীতি পাঠ  প্রতিযোগিতা, মাতৃসম্মেলন, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান, শ্রীশ্রীঠাকুর এর শুভ জন্মলগ্ন ঘোষণা, মহতী ধর্মসভা, সৎনামে দীক্ষা গ্রহণ ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং সমবেত প্রার্থনা। উৎসবের কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ উক্ত উৎসবে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *