শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

সৰ্ব্বকাজে দিয়ে কাঁধ
     রক্ষে দ্বিজ নাহি বাধ,
আর্য্যপন্থী আর্য্যচর
     সেবাপ্রাণ সুতৎপর;
সুবর্দ্ধনে করে বহন
     শুচীকৃত যা’রা—
ইষ্টানুগ তা’রাই শূদ্র
     সমাজ-মেরু তা’রা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বর্ণাশ্রম-৩৬

নিৰ্ব্বাত স্থানে থাকলে কিন্তু
      আগুনে পড়ে ছাই,
শুভস্রোতা বায়ুতে জ্বলে, –
      জ্বলন-বাধা নাই ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, দর্শন-১৮

পূজা সেধে সম্বৰ্দ্ধিত হও
      সমৃদ্ধি এনে আদর্শের,
তপ-সাধনার ঐ যে তুক,
      হোক্ উচ্ছলা চরিত্রের ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, সাধনা-৫৭

সঙ্গতিহীন কর্জ্জে দান
     ব্যর্থতাতেই মুহ্যমান ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১৭

যেমন ক’রে যা’ হ’বি তুই
            চলবিও হ’য়ে সেই মতন,
হয়তো উজিয়ে চলতে থাকবি
            নয়তো ভাঁটায় করবি গমন।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, বিধি-৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *