শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

অস্তি-নেশার স্বস্তি-তালে
     সংস্থিতিকে করতে পাকা,
দেখে-শুনে নিস্ বিনিয়ে
     ঘুরিয়ে নিজের বিজ্ঞ চাকা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, নীতি-৭৩

নীচমনা ছোট যা’রা
     স্বার্থেই তা’রা লুব্ধ হয়,
উন্নতদের দৃষ্টি প্রায়ই
     প্রেষ্ঠচর্য্যায় মত্ত রয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, চরিত্র-৫১

কৃতির নেশা, আগ্রহ আর
     নিষ্ঠানিপুণ অনুরাগ,
চর্য্যানিপুণ চলন-ফেরন
     ব্যক্তিত্বে আনে স্বর্গরাগ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সেবা-১১৭

গুপ্ত বিদ্যা যেথায় যা’ থাক্
     যত পার সেধে নিও,
প্রীতিদীপন তৎপরতায়
      লাগে যেথায় তেমনি দিও।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, শিক্ষা-৭

অনুকম্পা না হলে তোমার
     দরদী কি পারবে হ’তে?
দরদী যদি না হও তুমি
     কাউকে তুমি পারবে ব’তে?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ব্যবহার-৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *