শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

নিষ্ঠা আনুগত্য নিয়ে
     ইষ্টার্থটির কৃতিচর্য্যায়
নিষ্পাদনী তৎপরতায়—
     ব্যক্তিত্ব চলে উচ্ছলতায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সেবা-১২৯ 

অঘমর্ষী যজ্ঞ করে
     পঞ্চবর্হি কর পালন,
শুদ্ধ হ’বি বুদ্ধ হ’বি
     নাচবে বুকে সৎবোধন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, আৰ্য্যকৃষ্টি-৩৭

গানও কভু নয়কো গান,
    আমোদও কিন্তু মিছে সব,
যদি না তা’তে উথলে ওঠে
    নিষ্ঠারতি-কৃতিবিভব ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, শিল্প-কলা-২ 

স্বস্তিমুখর মিষ্টি কথায়
     সাহস-ভরসা সবই বাড়ে,
অমন ধৃতি-সঞ্চারণায়
     কৃতিমুখর করেই তা’রে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ব্যবহার-১৮ 

বৈধানিক যা’ ব্যবস্থিতি
     গুণও ফোটে তেমনিতর,
বীজ-শরীরেও তেমনিভাবেই
     সংস্থিতি পায় তেমনি দড় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, জনন নীতি-১৬  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *