ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসবের আয়োজন

সমাচার প্রতিবেদন :

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসবের আয়োজন করা হয়েছে। সৎসঙ্গ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সৎসঙ্গ শ্রীমন্দির পঞ্চবটিতে তিন দিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার (২৬ থেকে ২৮ ডিসেম্বর) পর্যন্ত চলবে উৎসব।

তিন দিনব্যাপী উৎসবের মধ্যে থাকছে সমবেত প্রার্থনা, গঙ্গা আহ্বান ও মাঙ্গলিক শুভ অধিবাস, পুরুষোত্তমের একশত সাইত্রিশ তম জন্মলগ্ন ঘোষণা, পুরুষোত্তম ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্প ও তুলশী নিবেদনের মাধ্যমে বিশ্ব শান্তির লক্ষ্যে সমবেত প্রার্থনা, শিশু-কিশোর মেলা, ভক্তিমূলক গান, গীতা পাঠ, মাতৃসম্মেলন, সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, ধর্মসভা ও আনন্দবাজারে প্রসাদ বিতরনসহ নানা আয়োজন।

এই মহোৎসবের ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীতাপসচন্দ্র বর্মন (স.প্র.ঋ.)। সাংবাদিক শ্রীসঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বিশেষ অতিথি থাকবেন- কেন্দ্রীয় ঋত্বিক সচিব শ্রীনিরঞ্জন দেবনাথ (স.প্র.ঋ.), শ্রীশৈলেন্দ্রনাথ ভৌমিক (স.প্র.ঋ.), শ্রীননী গোপাল দেবনাথ (স.প্র.ঋ.), শ্রীবিপুল মিত্র (স.প্র.ঋ.), শ্রীদোলন দে (স.প্র.ঋ.), শ্রীনকুলকুমার সাহা (স.প্র.ঋ.), শ্রীধীরেন্দ্রচন্দ্র পাল (স.প্র.ঋ.), শ্রীসুভাষ বিশ্বাস (স.প্র.ঋ.) ও শ্রীঅজিত বিশ্বাস (স.প্র.ঋ.)। উৎসবের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শ্রীনারায়নচন্দ্র বর্মন ও শ্রীসুদীপ দেব বাবুল। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ উক্ত উৎসবে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *