শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

পাথরগুলিও প্রাণী কিন্তু
    মাটি-জলেরও আছে প্রাণ,
সত্তা তা’দের বজায় যা’তে
    তাই-ই কিন্তু ঈশের দান ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, জীবনবাদ-৫৯

কৃতঘ্নে আশ্রয় দেয় অথবা প্রশ্রয়
     পরিবার-পরিজন-সহ পায় ক্ষয় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১০

জীবনপ্ৰভ যা’ পাবি তুই
    ঘুরিয়ে নিবি স্বস্তিতে,
ভক্তি আসুক, স্বস্তি আসুক—
    আসুক নিয়ে অস্তিতে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৪৯

নিষ্ঠানিপুণ ইষ্টরাগই
    জীবনটারই শিষ্ট দাঁড়া
অস্খলিত অটুট হ’লে
    বইতে পারে বহুৎ ভারা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, জীবনবাদ-১৫  

কা’রও কোন ন্যায্য মতে
     দিস্ না কোন বাধা,
অমিল হ’লেও বুঝিয়ে বলিস্
     যে-বোধটি তোর সাধা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, ব্যবহার-৭৮ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *