অনুশ্রুতি ছড়াবাণী

বৃদ্ধিই যদি চাও—
    সেইদিকেরই তপদীপনার
        ক্রম বাড়িয়ে ধাও।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, তপশ্চৰ্য্যা-১ 

আপ্যায়নী প্রীতি-কথায়
বৈরীই হয় কম,
হ’লেও তাদের পরিবেশে
কমতে থাকে দম।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, ব্যবহার-১৬ 

ইষ্টনিষ্ঠা আনুগত্য
    করার অভ্যাস বাড়িয়ে তোল্,
নিষ্পন্নতায় কর্ সমাধান
    ক্রমেই মিটুক অজানা গোল ।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-১০৪

ঠিক জানিস্ তুই ঠিক জানিস্,
    নিষ্ঠানিপুণ শিষ্টাচারে
        সুক্রিয় হয়—তা’ মানিস ।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, নিষ্ঠা-১১

ঠিক জানিস্ তুই ঠিক জানিস্,
    নিষ্ঠানিপুণ শিষ্টাচারে
        সুক্রিয় হয়—তা’ মানিস ।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, নিষ্ঠা-১১

পরিবেশের কোন কা’রও
    ক্ষয়-ক্ষতি যেই হ’ল,
তুমিও বুঝো-অনুপাতে—
    তোমাতেও অর্শিল।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, পরিবেশ-১ পোষণে হয় রাণী,
শোষণে চাকরাণী।

-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-৪৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *