ব্যক্তিধৃতি, কুলধৃতি,
পরিবার-সমাজ সবটা ল’য়ে
লোকচর্য্যার উদ্দীপনায়
থাকেই সবে উৎসুক হ’য়ে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, সমাজ-৩২
ক্ষিপ্রবেগে জোগাড় ক’রে
যা’ করবি তা’ কর্ দ্রুত,
এই না ক’রে নামলে কাজে
শঙ্কা-ধমক পাবি তত ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৮৩
ফলের নেশায় করলে রে কাজ
করার ঝোকটা হয় শিথিল,
নিষ্ফলতা মুচ্কে হেসে
বেকুব বুদ্ধি করে হাসিল ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, নীতি-৮০
ইষ্টার্থে যে যা’-কিছু দেয়
ব’য়ে নিয়ে তাঁকেই দিও,
তোমার চর্য্যা-সৌষ্ঠবেতে
যা’ দেয় তোমায়, সেটাই নিও।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, নীতি-৭৫
দুষ্ট-দৃপ্ত অন্তঃকরণ
ভ্রষ্ট যা’ তা’ই রাখে ধ’রে,
সুযোগমত সুবিধা পেলেই
কাজে তা’ সে হাসিল করে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-২৪২