শ্রীশ্রীঠাকুর বলেন- হরিজন আন্দোলন ক’রে হিন্দু সমাজকে আরও দুর্বল ক’রে ফেলা হয়েছে। সমাজ-সংহতির জন্য প্রয়োজন পূরয়মাণ একাদর্শের অনুসরণ এবং অনুলোম অসবর্ন বিবাহ। এই দুটি জিনিস যদি থাকে তাহ’লে হিন্দুসমাজ কেন, বিরাট মানব-সমাজের সংহতি সহজ হ’য়ে ওঠে। অনুলোমক্রমে অন্য সম্প্রদায়ের মেয়ে বিবাহ করায় কোন দোষ নেই এবং এতে ক’রে সমাজের পরিধি আপনা থেকে বেড়ে যায়। আমাদের বুদ্ধি হল নীচুকে উঁচু করা। উঁচুকে নীচু করা নয়। আজকাল প্রতিলোমের ধূয়ো উঠেছে। ওতে কিন্তু সবার সর্বনাশ। আর আমাদের দেশে সদাচার-সম্পন্ধে যে কড়াকড়ি ছিল সেটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে চেয়ে। একজন সদাচারী লোক যদি কদাচারীর হাতে খায় তাহ’লে অসুস্থ হ’য়ে পড়তে পারে। এর মধ্যে ঘৃণার কোন কথা উঠতে পারে না। মাও যদি অসুস্থ হন সেসময় তাঁর পাতের ভাত খাওয়া চলে না।
আলোচনা-প্রসঙ্গে (উনবিংশ খন্ড) পৃষ্ঠা- ১২৭ : ১৭ই বৈশাখ, ১৩৫৭, রবিবার