শ্রীশ্রীঠাকুরÑ মনকে কেন্দ্রীভূত করবার জন্য মানুষ কখনও কীর্ত্তন করে, কখনও ধ্যান, ভজন করে, কখনও বাণী পাঠ করে। কখনও যাজন করে। কখনও বাস্তব কর্ম্মে লিপ্ত হয়। নিজেকে তৈরী করবার জন্যই সব-কিছু। দয়ালদেশের রাস্তা তনুমনের ভিরত দিয়েই। তার ভিতর দিয়ে রাস্তা না পেলে সেখানে যাবার উপায় নেই। শরীর-মনকে তাই শূদ্ধ করা লাগে, যাতে নামনামীক নিরস্তর ধারণ, বহন ও প্রকাশ করতে পারে।
আলোচনা-প্রসঙ্গে (উনবিংশ খন্ড) ২৭ শে চৈত্র, ১৩৫৬, সোমবার