যেটুক জানিস যেটুক বুঝিস খাটাস সেসব মঙ্গলে, জানা-বোঝার তাল পাকাসনে কল্পনারই জঙ্গলে।-৩১
দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হ’না পার।-৩২
বই পড়ে তুই হলি যে বই বইয়ের নিদান ধরলিনা, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা?-৩৩
লেখাপড়া করবি যখন মন মাথাতে নিস এঁকে, লিখে সেটা পরখ করিস যায় কি না যায় তা বেঁকে।-৩৪
ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে।-৩৫
নিষ্ঠাবিহীন যে অধ্যাপক চরিত্রের সু-জেল্লা নাই নীতি-আচার পালে না যে শিক্ষার্থী পাবে কোথায় ঠাঁই?-৩৬
শিক্ষক-চরিত্র এমন হবে ছাত্রের তিনি শিক্ষক পিতা পিতা হলেই হতে হবে উন্নতিশীল চর্যা-পাতা।-৩৭
বাস্তব যা দেখে বুঝে বিশ্লেষণ আর সংশ্লেষণে বুঝে সুঝে সাবুদ চলায় হবি বিজ্ঞ বিজ্ঞানে।-৩৮
ভুল করে যে খায়নি ধমক পায়নি কোন লাঞ্ছনা ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা।-৩৯
বই-পুস্তক তত্ত্ব শেখা হয় না বইয়ের পাতা খুঁজে বাস্তব জ্ঞান পেতে হবে তথ্যটাকে জেনে বুঝে।-৪০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।