বংশক্রমিক যে জীবিকা তা’রই পূরণ-টানে, শিক্ষায় জ্ঞানের ব্যাপকতা বৃহৎ বৃদ্ধি আনে।-২১
উপধি দেখে শিক্ষার হিসাব করতে গেলেই ঠকবি অভ্যাস-ব্যভার-ঝোঁকেই বিদ্যা নাইলে বেবুঝ থাকবি।-২২
শিক্ষাতে আন শ্রদ্ধা-সেবা ব্যবহারে বৃদ্ধি-সুর, অভ্যাসে হ দক্ষ নিপুণ দৈন্য পিচাশ করবে দূর।-২৩
শ্রদ্ধাচর্চা প্রশ্ন-সেবায় অনুনয়ী আলোচনা, এই হচ্ছে বোঝার রীতি এতেই কর্ম-উদ্দীপনা।-২৪
চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন-ভক্ষক।-২৫
পঠন, পাঠন, লেখা তিন মিলনে শেখা।-২৬
বলায়-করায় চলায় যদি শিক্ষাটা নাই ফুটলো, বুঝলিনা তুই, ওতেই যে, তোর শিক্ষাটি চোখ মুদলো।-২৭
শিক্ষা দিবি কি? আচারে না থাকলে শিক্ষা কথার ঝিকমিকি।-২৮
লেখাপড়ায় নাইকো বিদ্যা সহায়ক তার বটে বিদ্যাবত্তা মানেই জানা কেমনে কি ঘটে।-২৯
অশিক্ষিতে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয় কুশিক্ষিতের শিক্ষক হওয়া সেটাই কঠিন, সোজা নয়।-৩০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।