থাকলে ছাত্রে ইষ্টে টান তবেই জাগে করায় প্রাণ।-১১
লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না।-১২
ব্যবহার আর অভ্যাসে সঙ্গতি যা’র যেমনি লেখাপড়া যাই না জানুক শিক্ষা কিন্তু তেমনি।-১৩
বোঝাবার এক সোজা পথ কী আছে তা জানিস? সমঝা পথের ভেতর দিয়ে বুঝের পথে আনিস।-১৪
শেখাই যদি সাধ- হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ।-১৫
জানতেই যদি চাস- আলস্যহীন অনুরাগে জ্ঞানীর পানে ধাস।-১৬
বুঝতে রাখবি শিশুর মতো সন্ধানী তোর শ্রদ্ধানতি মুগ্ধ নেশায় বুঝবি তাহা করায় নিবি দক্ষ গতি।-১৭
আলোচনায় দেখেশুনে কিংবা করায় আসে বুঝ তর্ক নিকষে প্রশ্ন ক’ষে বাড়েই বড়াই আর অবুঝ।-১৮
লেখা-পড়া শিক্ষা দিতে এমনি ধাঁচে শেখাস তা’য়, শেখার লোভে অটুট টানে শিক্ষা-চাপে টের না পায়।-১৯
পরিবারটি সহজ শেখায় গেঁথেই তুলতে চাস যদি, গবেষণাগার শিল্পকুটীর পাল কৃষি-ভুঁই নিরবাধ।-২০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।