ইষ্টপ্রাণ জনসেবা কর্ম সেই মননে এইতো শিক্ষার মূল রাখিও স্মরণে।-১
শিক্ষা যেথায় শ্রমের সাথে আদত শিক্ষা জানিস তাতে।-২
অভ্যাস, ব্যবহার ভাল যত শিক্ষাও তার জানিস তত।-৩
মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই।-৪
শেখাবার মত দায়িত্বভরা ভর দুনিয়ায় কী কাজ আছে, শিক্ষক স্বভাব বিচ্ছুরণে উপচে ওঠে ছাত্র মাঝে।-৫
বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত-ঝোঁকে পরিপুষ্ট, তাকেই বলে আদত শিক্ষা তা বিনে ও হবেই দুষ্ট।-৬
বৈশিষ্ট্য তোর নাকাল করে হলি কতই বিদ্যাবান শিখতে গিয়ে সাজলি খোজা। জনম ছাপটি করলি ম্লান।-৭
শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটল না স্মৃতির বলদ হলি শুধু একমুঠো ভাত জুটলো না?-৮
দায়িত্বভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা।-৯
শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্রপ্রাণ?-১০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।