কাজে খাটে যদি জন তবেই তা’র উপার্জন।-১
গায়ের রক্ত করে জল খাটলে মেলে পয়সা ফল।-২
চোত-বোশেখের মাঝখানে কর আশুব্রীহির বপন শেষ, খরা-ঝরা হোক যেমন প্রায়ই ফসল পাবি বিশেষ।-৩
ঝড়ের তেজে বীজের গোঁ ক্ষেত বুঝে তাই বীজটি রো।-৪
উর্ব্বরা নয় ক্ষেতটি যেথায় সু বীজও কি ফলবে সেথায়?-৫
যেমন বীজটি ফেলবে ক্ষেতে পাবেও তাহা অঙ্কুরেতে।-৬
ভালও যদি ফসল ক্ষেতের হয় না তফাত বীজের জাতের।-৭
ক্ষেতের গুণে বীজের বাড় যেমনি বীজ তেমনি ঝাড়।-৮
খাই-দাই-চলা ধানের ক্ষেত একখানা পাকা বাড়ী এইটুকুতে দিয়ে ভর বর্দ্ধনে দে পাড়ি।-৯
জমি-জমা কৃষি ভরা ধান্য গোধুমশালী, প্রলয়েও সে নষ্ট না হয় যাপে স্বজন পালি’।-১০
জমির ধাতু যে সার ধরে তেমনতর বীজকে গড়ে।-১১
যেমন বীজ তার তেমনি গাছ বীজের থাকে জনন ধাঁচ, মাটির গুণে পোষণ পায় বীজ মাফিকই বাড়-এ ধায়।-১২
জৈবী ধাতু ক্ষেতের যেমন বীজও পাবে তেমনি বাড়ন। বিসসৃশ বীজও ক্ষেতে পাবেই বিকার জনন এতে।-১৩
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।