অনুশ্রুতি : ছড়াবাণী “বিজ্ঞান”

নিষ্পাদনী ছন্দে চলাই কৃতিসেবার ভজন-গান, বিভূতি যা’র সঙ্গে ফেরে উছল ক’রে জ্ঞান-বিজ্ঞান।-১
বস্তু-জানায় জ্ঞান নিহিত, বিহিত জ্ঞান-বিজ্ঞান,- সংবিধানী বিনায়নায় ক্রিয়াসহ বিদ্যমান।-২
কোথায় কেমন কৃতি নিয়ে জীবনস্রোতের স্পন্দনা কেমন ক’রে ওঠে-নামে,- তা’ই বিজ্ঞানের বন্দনা।-৩
তীক্ষè-কঠোর দৃষ্টি দিয়ে বোধ-বিবেকের সন্দীপনায় বাস্তবে যা’ দেখিস ও-তুই! আন তাহাকে বিরুপনায়।-৪
নিটোল যখন নিরূপণা বাস্তবে ফোটে সব মিলিয়ে, ব্যবস্থা তেমন করবি সেথায় বিবেচনার ধী-টি দিয়ে।-৫
খোঁজার আবেগ, খোঁজে চলা, খোঁজার চক্ষু, খোঁজার ধী- ধ’রে দেবে অনেক-কিছু এরিয়ে চলার যা’ বিধি।-৬
রূপ দেখ গুণবিধান নিয়ে সঙ্গে নিয়ে, সঙ্গতি, প্রীতিনিষ্ঠায় এমনি ক’রেই নিয়ে এসো সুধৃতি।-৭
কত রকমে এক ফল হয় রকম-বৈশিষ্ট্য কোথায় কেমন, ধীইয়ে নিয়ে সে-সব বিষয় পারিস-করিস তা’র নিয়মন।-৮
স্পন্দনই তো সবার আধান শব্দে বিকাশ স্পন্দনই হয়, বিশেষ স্থলে বিশেষ রকম বিনায়নে মূর্ত্তি পায়।-৯
যে-প্রকৃতি যেমন স্পন্দে থাকে-বাড়ে বিশেষ হ’য়ে, ব্যষ্টিবিশেষ তেমনি ক’রেই চলে-ফেরে প্রকৃতি নিয়ে।-১০

 —- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *