অনুশ্রুতি : ছড়াবাণী “ধর্ম”

জীবন নিয়েই সব ব্যাপার তো বাঁচা-বাড়াই তা’র আসল, ধৃতিপালী, ঈশ্বর যিনি, ধৃতি সাধাই তাই কুশল।-৪১

সব যা কিছুর অধিপতি ধারণ-পালন স্বভাব যাঁর, একনিষ্ঠ সেই তপে হও, অমৃত তো সেই তোমার।-৪২

জীবনটা তোর নয়কো বাতুল নয়কো বেকুব মিথ্যাভরা, বিধির বিধান চলরে মেনে হবেই জীবন তৃপ্তিভরা।-৪৩

দেবদেবী তোর থাক না যতই ইষ্টে যদি এক না হ’ল কী ফল তাতে হবে রে তোর সবই যে তোর ব্যর্থ গেল।-৪৪

ধারণ-পালন বুদ্ধি নিয়ে ধৃতির পথে এগিয়ে চল, ঈশ্বরেরই আধিপত্য বাড়িয়ে দেবে বুকের বল।-৪৫

বাঁচা-বাড়ার সন্দীপনা সত্তা মাঝে লুকিয়ে রয়, ভাল থাকা, ভাল পাওয়া এটা কিন্তু সবাই চায়।-৪৬

বেঁচে-থাকা বেড়ে-চলা যে-বিধিতে সমাধান, ধর্ম্মবিধি সেইতো বিধি সৃষ্টি তাতেই চলৎপ্রাণ।-৪৭

শান্তি দিবি, তৃপ্তি দিবি দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠাবিপুল চর্য্যা দিবি কানায়-কানায় আকুল টানে।-৪৮

প্রাণন-বেগের উচ্ছলতায় সবাই তোরা বেঁচে থাক, সত্তা-হিংসক হোস না কো কেউ ঈশ্বরেতে নিষ্ঠা রাখ।-৪৯

যে বাদের তুই হোসনা বদী জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম চল চ’যে সব জীবন-ভূঁই।-৫০

 —- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *