অনুশ্রুতি : ছড়াবাণী “ধর্ম”

ধর্ম্মের নামে দোহাই দিয়ে হরেক রকম ভানে সাধু সেজে অনেক পুরুষ মেয়ে ভুলিয়ে আনে, ধর্ম্মে কামবৃত্তি সেবা সেই কখনও জানিস ফুসলানীতে দেখিস নারি! কভুও নাহি পড়িস।-৩১

সত্তা সহ জীবনটাকে ধরে রাখে যাতে, ধর্ম্ম-কর্ম্ম তাকেই বলে জীবনও বয় তাতে।-৩২

ধৃতিমুখর চলন নিয়ে কৃতী হওয়াই ধর্ম্ম করা, স্বার্থলোলুপ অলসতা। নয়কো কিন্তু ধর্ম্মÑধরা।-৩৩

ধর্ম্মাচরণ, ধৃতিপোষণ সব-জীবনের শুভ আলো, বুড়োকালে ধর্ম্ম করা যদিও খাঁকতি, তাও ভালো।-৩৪

শ্রদ্ধা আকুল নয়ন-মন তোর সেবা-আকুল হাত, সৎ-এর সঙ্গ এ নিয়ে কর হয়ে প্রণিপাত।-৩৫

পূজা মানে তা’ই-ই— শরীর-মনের সম্বর্দ্ধনায় বাড়িয়ে তোলা চাই-ই।-৩৬

খাওয়া-দাওয়া, বাজী পোড়ান অঢেল ঢালা আয়োজনে পূজা সার্থক হয় না- বিনা দিব্যগুণের সংসাধনে।-৩৭

ধর্ম্মনীতি ধৃতির নীতি করলে তারে উপহাস, সত্তা যে তোর ধ্বসবে ক্রমেই, নিজের গলায় পড়বে ফাঁস।-৩৮

ইষ্টে করিস জীবন-দাঁড়া সৎচলনটি ক’রে সার, লোকের সেবায় বর্দ্ধনা আন জীবন-শুদ্ধি করে অপার।-৩৯

জ্বলন্ত দীপ ঐ অদূরে আঁধারে প’ড়ে মরবি কেন, এগিয়ে যা’ দেখে-বুঝে সমাধান তার করেই জেনো।-৪০

 —- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *