অনুশ্রুতি : ছড়াবাণী “ধর্ম”

তথাগতদের মধ্যে বিভেদ করে যে-জন সে আর্য্যকেদ।-২১

প্রেরিতে যে প্রভেদ করে অন্ধতময় সাবাড় করে।-২২

কৃষ্ণ-রসুল বিভেদ ক’রে বুদ্ধ-ঈশায় প্রভেদ গণিস, আরে ওরে ধর্ম্ম কসাই জটিল দোজখ মনেই রাখিস; এক বাপেরই পাঁচটি ছেলে দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি স্বীকার কাউকে বললি নয়, কা’রে রে তুই দিলি ধিক্কার পাইলি কাহার জয়?-২৩

ধর্ম্মবিধি সবই সমান দেখতে শুধুই রকমফের, লাখ সম্প্রদায় থাক না কি তা’য়? রইলে একই ইস্টজের।-২৪

পূর্ব্ব পুরুষ জাত-গরিমা জানিস যাতে চাড়তে হয়, এমনতর ধর্ম্মবাণী জগদগুরুর নিছক নয়।-২৫

পূর্ব্ব পুরুষ চেতন-ধারা ধর্ম্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক সেটি ধর্ম্ম নয়।-২৬

ঈশ্বরেরই উপাসনায় হিংসা-সাধন পশুবলি, বিশ্ব-প্রভু নেন না তাহা যায় না তাঁতে সে-সকলই।-২৭

হিংসা-দ্বেষী বৃত্তিবিধুর পালন-পূরণ মিলন-হারা, চতুর চালে ধর্ম্ম নীতির সমর্থনে দিয়ে কাড়া, ভর দুনিয়ার প্রেরিতদের কারও ভক্তি অছিলায় অন্য প্রেরিত-নীতির দলন করতে যদি কেহ ধায়, তা’রেই নিছক কাফের জানিস ধর্ম্মদ্রোহের কারণ সেই; তা’কে আশ্রয়-প্রশ্রয় দেওয়া অবজ্ঞা সে ঈশ্বরেই।-২৮

প্রেরিত-তীর্থ আরাধনায় দ্বন্দ্ব আনে ম্লেচ্ছ সেই, বৃত্তি চতুর যুক্তি এদের যুক্ত করে নরকেই।-২৯

ধর্ম্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনি প্রেরিত আবির্ভূত হয় পাপী পরিত্রাণ পায়।-৩০

 —- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *