অনুশ্রুতি : ছড়াবাণী “ধর্ম”

ধর্ম্ম যদি নাই রে ফুটলো জীবন-মাঝে, নিত্য কর্ম্মে, বাতিল করে রাখলি তারে কী হবে তোর তেমন ধর্ম্মে?-১১

কর্ম্ম মাঝে ধর্ম্মকে যে পালন করতে পারল না, ধর্ম্মে-কর্ম্মে আনল বিভেদ পদে-পদেই লাঞ্ছনা।-১২

পিতৃপুরুষ কৃষ্টি যদি থেকেই থাকে তোর বজায় যে-পথ ধ’রেই চলিস ধর্ম্মে জাত কি তাতে নিপাত যায়?-১৩

মতবাদ হো’ক না যা’ই হোক না গুরু যে জাত-জন সেইটির তুই ধর্ম্ম জানিস করতে পারে সব পুরণ।-১৪

লক-লেলিহান ফোঁসফোসানী সরীসৃপী দুইটি চোখ আঁধার-ঢাকা চামড়াখানা, ফাঁকির লোফায় বেজায় রোখে; শয়তানী এ অন্ধকারী কালসাধুর বেশভূষা তপ্তা মেরে হুজুগ দিয়ে করছে সবার বাদুড় চোষা।-১৫

দান ও দয়া ধর্ম্ম পথে হ’লে সুশাসিত প্রাপ্তি তাহার সম্বর্দ্ধনে চলেই সুনিশ্চিত।-১৬

সব যা’-কিছুর পুরণ পাবি গড়ন সাথে অভ্যুত্থান, সেইটি ধ’রে চোখ খুলে চল সেই তো ধর্ম উচ্ছল প্রাণ।-১৭

পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ অপমান, ইষ্টপ্রাণন ফেঁপে ওঠে তবেই পাপের পরিত্রাণ।-১৮

বাঁচা-বাড়া খিন্ন যেথায় আচরণ মলিন, খুঁজে-পেতে দেখিস সেথায় ধর্ম্ম স্বাস্থ্যহীন।-১৯

পূরণ বাণী গড়ন প্রবণ সন্ত-সাধু-প্রেরিতদের, যে জাত-জনের হোন না তিনি বিভেদ বাণী ম্লেচ্ছদের।-২০

 —- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *