“ভক্তি কিন্তু জ্ঞানের আশ্রয় ভক্তি ভজায় সব-কিছু, সব-কিছুরই সঙ্গতি আনে অর্থও চলে তার পিছু।”-১১
“ভক্তিটাকে ছাড়িসনে তুই পুষে রাখিস অনুরাগ, জ্ঞানের তৃপ্তি ভজন-চলন দীপ্ত করে জীবন যাগ।”-১২
“ভক্তি-প্রীতি ভালবাসায় নিষ্ঠা-রতির হয় না শেষ, ঊর্জ্জীতেজা হৃদয়ে তো রয় না চর্য্যার কান্তি লেশ।”-১৩
“পরাক্রমেও মাধুর্য্য রয় ভক্তি যেথা জেগে রয়, মোহনদীপ্তি বিকিরণায় ধারণ-পালন কৃতিময়।”-১৪
“ভক্ত যে হয় শক্ত সে হয়, শ্রদ্ধা নিপুণ নিষ্ঠাযোগে, ঊর্জ্জী দ্যুতির স্ফূর্ত্তি নিয়ে আপদ-বিপদ রোখেই রোখে।”-১৫
“নিষ্ঠাভরা ভজন ছাড়া ভক্তি কভু রয় না, সেবাদীপ্ত চর্য্যা বিহীন ভক্ত কৃতী হয় না।”-১৬
“ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবি কিসে? ভক্তিহারা শক্তি জানিস স্থিতিকেই নিবাশে।”-১৭
“ভেট দিলেই যে ভক্তি হল সেটা কিন্তু নয়, অনুরাগী পরিচর্য্যাই ভক্তি-উৎস হয়।”-১৮
“জীবন-ধূপে মূর্চ্ছনাতোর বহুক নিত্য গন্ধ ব’য়ে, কৃতির ঢেউটি চলতে দে তোর কৃতার্থতার ছন্দ ল’য়ে।”-১৯
“শোষণ-লোভে শিষ্য হ’য়ে তোষণবাণী যাই বল না, অপকর্মের অন্তর-আঘাত ভাঙ্গবে একদিন সেই ছলনা।”-২০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।