“ভক্তি মানেই ভজন কিন্তু ভজন মানে সেবা, নিষ্ঠা নিপুণ ভজনই তাই অন্তরেরই বিভা।”-১
“ভক্তি মানেই ভজনরাগ সেবাচর্যী বর্দ্ধনা, অসৎ নিরোধ তৎপরতায় বজ্রকঠোর ঊর্জ্জনা”-২
“ভক্তির গোড়াই নিষ্ঠা জানিস অনুগত্য-কৃতি সম্বেগ, না থাকলে এই সারথক ধারা থাকে নাকো ভক্তি আবেগ।”-৩
“লোভের দায়ে ভক্তি যখন উথলে উঠল, ঠিক জেনো– ভক্তি না তা’ স্বারথ সেবা নিষ্ঠাবিহীন তা’ মেনো।”-৪
“তেজ-বীর্য্য রয়না ভক্তের– পেলি কোথায় এমন কথা? ইষ্টতেজা বীর্য্য কি রয় ভক্ত-ছাড়া অন্য কোথা?”-৫
“শক্তিভরা দীপ্ত ভজন থাকলেই কিন্তু ভক্তি হয়, ভক্তের হৃদয় পরাক্রমী নিষ্ঠাস্রেতা হযেই রয়।”-৬
“কীব ভক্তি ভক্তিই নয়কো, থাকে না তাতে পরাক্রম, নিষ্ঠাকৃতি নাই তাহাতে নাইকো বীর্য্য, নাই উদ্যম।”-৭
“ভক্তি কভু চায় কি মরণ? তরণই তার স্বভাব-যাগ, অসৎ-নিরোধ ক’রে ভক্তি দেয় ছাড়িয়ে প্রীতির রাগ।”-৮
“বীর্য্য নিয়ে ভক্তি চলে শক্তি দিয়ে সবার প্রাণে, বোধ-বিধায়ন ঊর্জ্জনাতে ভক্তি সবায় অভয় দানে।”-৯
“ভক্তিই কিন্তু শক্তি বাড়ায় হয় না ভক্ত অলস বেকুব ভজন সেবায় দীপ্ত তারা– পাপ বিনাশক তীব্র ধূপ।”-১০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।