“মূলধনে দিলে হাত ব্যবসা হবেই চিৎপাত।”-২১
“দোকান করিস দোকানদার! রাখিস নিপুণ সদ-ব্যবহার।”-২২
“ব্যবসা ক’রে করে ধার সার্থকতায় হয় কি পার?”-২৩
“ব্যবসা করতে গেলেও তুমি ন্যায় দাম যা তাই চেও, সেই দরে যা মেলে ভাল ক্রেতাকে কিন্তু তাই দিও।”-২৪
“যেটুক তোমার লাভ নিতে হয় সেইটুকুই তুমি নিও লাভ, ঠকিয়ে কিছু নিও না ক্রেতার ক’রো না চরিত্রের অপলাপ।”-২৫
“পার তো তুমি ধার ক’রো না, চরয্যায় ক’রো আহরণ, ধারে কিন্তু তীক্ষ্নচলা করেই থাকে সংবরণ।”-২৬
“অবস্থাক্রমে কোনদিন বাধ্য হলে করতে ধার, ত্বরিতে সেটা করবি রে শোধ হবি ব্যর্থ আপদ পার।”-২৭
“কথার খেলাপ করবি নাকো ধারটা শুধবি ঠিক রকম, যদি পারিস আগেই দিবি থাকবে ব্যক্তিত্বে অটুট ধরম।”-২৮
“ওয়াদা করবি যেমনতর ধার শুধিস তুই তার আগেই, এমন চলায় দেখবিরে তুই এই প্রবৃত্তি থাকবে জেগেই।”-২৯
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।