“আকাশে চা’– দেথ না পাখী উড়ছে কেমন দলে দলে, কেউ তো কা’রেও ছাড়ে নিকো, কেউ তো কা’কেও যায়নি ভুলে।”-১১
“কল্লোলিনী ঐ ছুটে যায়, তর-তরিয়ে উধাও ধাওয়ায়, বুকের মাঝে লুকিয়ে রাখে সহায় সবার জীবন-চলায়।”-১২
“ঐ যে মাটি বুক বিছিয়ে প’ড়ে আছে রাত্রদিন, সুখে-দুঃখে ধ’রেই আছে– কত কি সবল, কত কি ক্ষীণ।”-১৩
“আপদে যে-জন তোমায় ধরে- করে নানা উপকার, তুমিও তাহার লক্ষ্য রেখে আপদকালে ধ’রো তা’র।”-১৪
“পাওয়ার লোভে সেবা- তোমার কিন্তু নয় সে কেউ তুমিই বা তা’র কেবা?”-১৫
“দিলেই কিন্তু হয় না দান যদি না হয় উছল প্রাণ।”-১৬
“শ্রমিক সফল প্রস্তুতিতে ধনিক জোগায় মাল, সেই শ্রমিকই ধনিক হ’য়ে শ্রমিককে দেয় তাল।”-১৭
“বিবেকভরা লক্ষ্য ছাড়া ব্যবসায় কভু হয় না। আপ্যায়নী চরযা ছাড়া লক্ষীকে কেউ বয় না।”-১৮
“ব্যবসাতে লাগে সুব্যবহার হিসেবী অনুচলন, ব্যবস্তিতি যতই ভাল তেমনি তার বলন।”-১৯
“অরথ না হয় পেলেই অনেক জোগাড় ক’রে সবার কাছে, সবাই মিলে না দেখলে কারবার কারবার কি কভু বাঁচে?”-২০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।