“করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে কবে সাধন তারে হয়।”-১
“ঘৃণা, লজ্জা, ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ।”-২
“সাধ হবে তোর যেমনতর সাধনায়ও তেমনি, দুঃখ-বাধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি।”-৩
“বাধার কথা শুনিসনে তুই ইষ্টপানে চল, শতেক অভাব মোচন হবে বাড়বে বুকে বল।”-৪
“রোখের তোড়ে বৃত্তি যখন ধরবে তোরে কষে, সৎ কাজেতে লাফিয়ে পড়িস জয় পাবি তুই বসে।”-৫
“সৎদিক্ষা তুই এক্ষুনি নে ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ-তরণ এ-নাম জপে কাটেই অকাল যমভীতি।”-৬
“ঊষা নিশায় মন্ত্রসাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ।”-৭
“তুই যদি তোর ইষ্ট পথে চলতে নারিস পাকা, তোরে ধরে চলছে যারা তারাও চলবে ফাঁকা।”-৮
“বস্তু-হারা গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ্ বিনেও তেমনি ব্রহ্ম পাওয়া হয় না।”-৯
“চলনহারা চরণ পূজা বন্ধ্যা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই মানিস।”-১০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।