শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ইষ্টনিষ্ঠ অনুরাগে
    আনুগত্য কৃতিসম্বেগ,
শ্রমপ্রিয় উদ্দীপনায়
    নিটোল থাকে কৃতি-আবেগ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, শ্রমসেবা-২০


বহু দেবতার করলে পূজা
    ইষ্টনিষ্ঠাবিহীন রাগে,
সব সঙ্গতি যাবেই ভেঙ্গে
    দেখবি অন্ধতমো-যাগে।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৬, সাধনা-৩৯


রেতঃ-গতির বিভাবনায়
    ডিম্বকোষের বিনায়নে,
যেমনতর হ’য়ে থাকে
    জীবন-দাঁড়ার সেইটি মানে।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, প্রজনন-২১


সুখ-উচ্ছ্বাস প্রেম-দীপনায়
   সম্পদে কাছে রয়,
দুঃখ-বিষাদে দূরে স’রে যায়
   সে-জন আপন নয় ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, লোকচরিত্র-৩৬


ইষ্টার্ঘ্যেরই ভানে যারা
    আহরণ করে স্বার্থভৃতি,
সৰ্ব্বনাশেই হাত দিয়ে তা’রা
    ডেকেই আনে তাহার ভীতি।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, অর্থ-নীতি-১২

করা যখন হটিয়ে বাধা
   অভীষ্টেতে চলে,
পাওয়া তখন কৃপা হ’য়ে
   উচ্ছলতায় দোলে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, তত্ত্ব-৩৭


জরণশীল তো সব জগতে
   জীবন গেলেই জর হয়,
জরত্বকে তাড়িয়ে দিয়ে
   কর এমনটি—বাঁচে যা’য়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, ধর্ম্ম-১১৮


যে যাহাকে যেমনি ভজে
    মেলেও তেমনি তা’র,
ভজনহারা যে-জন তাহার
    ব্যর্থ সকল সার।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সাধনা-৫


যে-বৰ্ণ হ’তে ব্ৰাহ্মণ হয়
   বংশক্রমিকতায়,
বিপ্ৰ হ’য়েও সেই গুণেরই
   পূরণ-প্রভা পায় ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, বর্ণাশ্রম-২৭

ভক্তিই তোর শক্তি আনে
    বোধ আনে তোর জয়,
ভক্তি ও বোধ ছাড়িস্ নাকো
    হবিই নাকো ক্ষয়৷
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সাধনা-৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *