সমাচার প্রতিবেদন
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনা সুনামগঞ্জ জেলাধীন দিরাই শাখা সৎসঙ্গ শ্রীমন্দিরের স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতি ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি শ্রী বিকাস চন্দ্র দাস (স.প্র.ঋ)। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীসৌমিত্র মজুমদার পলাশ (স.প্র.ঋ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী হিরন্ময় ঘোষ (স.প্র.ঋ), ঋত্বিক পরিষদের সদস্য ননীভূষণ দত্ত পানু, অমিত সরকার, রবেন বিশ্বাসসহ স্থানীয় ঋত্বিক দেবতা বৃন্দ।
