বেদন বার্তা : সহ-প্রতি ঋত্বিক মন্টুচন্দ্র রায়ের পরলোক গমন

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ-প্রতি ঋত্বিক, ইষ্টপ্রাণ মন্টুচন্দ্র রায় ইহলোগ ত্যাগ করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি পরলোকগমন করেন।

তিনি শ্রীশ্রীঠাকুর একনিষ্ঠ ভক্ত, কর্মঠ ও নিষ্ঠাবান কর্মী ছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, ভক্তি ও প্রেম চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে ‎ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বর্মন (স.প্র.ঋ), যুগ্মসাধারণ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদার পলাশ (স.প্র.ঋ), সাংগঠনিক সম্পাদক ড. নরেশ মধু, প্রচার ও প্রকাশনা সম্পদক হিরন্ময় ঘোষ (স.প্র.ঋ), দপ্তর সম্পাদক শ্রী বলাই কুমার সাহা, সহকোষাধ্যক্ষ শ্রী ধীশংকর, সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী অমিত কুমার সরকার, শ্রী তাপস সুকুল, শ্রী মলয়কান্তি দেব (স.প্র.ঋ), শ্রী রবেন কুমার বিশ্বাসসহ বিভিন্ন অঞ্চলের সৎসঙ্গীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ইষ্টে নিবেদিত প্রাণ কর্মী মন্টুচন্দ্র রায় এর আত্মর শান্তি এবং স্বর্গলোক প্রাপ্তির কামনায় পরমদয়ালের রাতুল চরণে প্রার্থনা নিবেদন করছেন আশ্রম নেতৃবৃন্দ এবং ইষ্টপ্রান ভক্তবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *