বেগোছাল জিনিসপত্র
ঢিলে ব্যবস্থিতি,
এই দেখলেই বুঝতে পারবি
কেমন বৃত্তিরীতি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১২৭
এক মুষ্টি ধুলিও যদি
গুরুর আশিস্ হয় তোর,
নিষ্ঠা থাকলে সে-মূলধনেই
অনেক বাড়ায় জীবন-ভোর ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, নিষ্ঠা-৩৯
প্রিয়’র স্বপন দেখুক যতই
প্রিয়’র কথা বলুক না,
সক্রিয় দরদী না হ’লে
আস্থা তাতে রেখো না।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, কপট-টান-৩০
ইষ্টনিষ্ঠা যেমন যাহার
বোধিজ্ঞানও তেমনি,
নিষ্ঠাবিহীন যা’রা তা’দের
বোধবিপাকও সেমনি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, প্রজ্ঞা-৮
প্রেষ্ঠ-সেবায় নেয় মজুরী
দিয়ে-থুয়ে কাজে,
দুঃখ-দশায় জাপটে ধরে
পেতনী বুকে নাচে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কপট টান-৫২
বিপদ-বাধায় ধাঁধিয়ে দিল—
আবেগ কোথায় তোর?
কপট ইষ্টপ্রীতি নিয়ে
হ’লি যে তুই চোর ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কপট টান-২৩
পরপুরুষ কয় তা’কেই জেনো,–
স্বামী ছাড়া অন্যজনে—
স্বামীরূপে যা’য় করে ভজন
নিষ্ঠানিপুণ আত্মদানে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, নারী-৫
আবোল-তাবোল যতই ভাবিস্
প্রিয়তমের দোষ ব’লে,
প্রীতি যদি সত্যি হয় তোর
তা’ কি ছুটে যায় চ’লে?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, অনুরাগ-৭২
শুদ্ধ-সত্ত্ব কুলের ছেলে
যদিও নিরেট বেকুব হয়,
জনন-রেতঃটি সুষ্ঠুই থাকে
কুলে আনে কমই ক্ষয়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, বিবাহ-২১
বল-বিস্তার-বোধির-উন্নতিতে
অস্খলিত তোমার যে-জন,
সেই তো তোমার আপনার লোক
সিদ্ধ তাহার শুভ ভজন,
ব্যক্তিত্ব যা’র অমনি গড়া
নিয়মনী উচ্ছলাতে
নেহাৎ আপন সেই তো তোমার
সেই তো শ্রেয় ধরিত্রীতে,
বিশাল হ’য়ে সেই তো শুভ
শুভই তো তা’র অবদান,
সুনিষ্ঠ হ’য়ে ধরলে তা’কে
তেমনি হবে তোমার প্রাণ,
সুষ্ঠু দিব্য শিষ্ট সে জন
সহজ হ’য়েও দিব্য তাপস,
সৎই তাহার অভিদীপনা
সৎ জীবনই তাহার মানস ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, চরিত্র-৫৪
