আনুগত্য যাদের হারা
ব্যর্থ তাদের জীবনধারা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-২০
কোন্ বংশেতে জন্ম তোমার
সম্ভব করা কী তোমার,
অতিক্রমি’ সেই গরিমা আনিস্
নাকো অশিষ্টাচার।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-৪৩
রূপেয়া কা রঞ্জন জাঁহা তাঁহা
জীবন কা রঞ্জন কঁহি নেহি,
জীবন কা রঞ্জন জো করে
মহামানব সো হি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, জীবনবাদ-৫৬
ঘৃণ্য যা’ তা’ ভাল লাগে
পূণ্য লাগে কুৎসিত, —
তখনই জেনো দেশ-সত্তার
উন্নতিও হয়ই চিৎ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বিধি-৩১
সত্তাসঙ্গতি রাখতে গেলেই
সদৃশ ঘরে বিয়ে করিস্,
পূর্ব্ব-পুরুষে নিষ্ঠা রেখে
বংশটাকে তেজাল রাখিস্।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, বিবাহ-১৮
নিষ্ঠা-আনুগত্য-কৃতি
যেখানে যেমন দীপ্তিমান,
সুবিবেকী ত্বারিত্য তা’য়
দিয়েই থাকে শীর্ষে স্থান।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, কৰ্ম্ম-২৪
আঁতুড়ে যেয়ে ছুঁয়ে-নেড়ে
বাইরে এসে শুদ্ধ গায়ে,
অন্য কিছু ছোঁয়া নাড়া
করবি, নইলে পড়বি দায়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, স্বাস্থ্য ও সদাচার-৪১
বাঁচা-বাড়া খিন্ন যেথায়
আচরণ মলিন,
খুঁজে পেতে দেখিস্ সেথায়
ধৰ্ম্ম স্বাস্থ্যহীন ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৪১
অপাত্রেতে মনের নেশা
থাকলে দুঃখে হারাদিশা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-১০
সুরেই কিন্তু ভাবের বিকাশ
সুরেই কিন্তু জীবন-ধ্বনি,
মিলনসুরে চল্ গেয়ে তুই,—
প্রাজ্ঞ হোক্ তোর জীবন-খানি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, শব্দ-বিজ্ঞান-১১
