শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ভজন তবে কোথায়?
    আশ্রয়, দান, সেবান, রাগ
        উঠল ফুটে যেথায়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সাধনা-২


হাওয়াবাজি কল্পনাতে
   নিশ্চয় ক’রে ধরবি যা’য়,
দুঃখ ছাড়া পাবি নাকো,
   বাস্তবে তা’র ঠাঁই কোথায়?
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, বিধি-৭২


সুখদুঃখের কোলাকুলি
   দেখায়-শুনায় চলছে যত,
সমাধানী সংগ্রথনে
   ব্রাহ্মী বর্দ্ধন হয় নিয়ত।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, দর্শন-৭৬


ভক্ত জানিস্ সেই,
   ভজন-প্রতুল রাগ-মাধুর্য্যে
     প্রেষ্ঠে অটল যেই ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, সংজ্ঞা-২২


দেখে-শুনে-বুঝে গুরু
   যেখানে যেমন করতে হবে,
শিষ্যকে তো সেই তালেতে
   বিনায়িত করেন তবে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, গুরুবাদ-১৫


শিষ্ট আচার সদ্দীপনায়
   ইষ্টভৃতি যা’রাই করে,
নিষ্পাদনী তৎপরতায়
   তা’রাই কিন্তু ক্রমে বাড়ে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, ইষ্টভৃতি-১০


ইষ্টনিষ্ঠা অটুট ক’রে
   চল্ দেখি তুই স্রোতল চলায়,
সঙ্গতিশীল বোধ-অয়ন আন্
   বাস্তবতার বিভাবনায়,
এমনি ক’রে এগিয়ে চ’লে—
   খুঁটিনাটি যা’ কিছু
বিনিয়ে নে তোর জীবনদ্যুতি
   থাকিস নাকো বোধে পিছু ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৬, সাধনা-১০৭


মেয়ের কোলেই মানুষ হয়
   মেয়ের চোখে ঘুম,
মেয়ের মাইয়ে পেট ভরে তোর
   তাই জীবনের ধূম।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, নারী-১৬


ভক্তিতে যা’র ঊর্জ্জনা নেই
   নাইকো কথা মিষ্টি তেজাল,
উচ্ছলিত হয় না হৃদয়
   খুঁজেই দেখ, পাবে ভেজাল।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, চরিত্র-১৬০


বোধ-বিবেকী সৎ যাহারা
   লোকচৰ্য্যী বুদ্ধিমান্,
চালচলন দেখে-বুঝে
   রাখিস্ কিন্তু তা’র সম্মান।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, সেবা-৩৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *