শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ-প্রতি ঋত্বিক, ইষ্টে নিবেদিত কর্মী শ্রীদ্বিজেন্দ্র লাল হালদার ইহলোগ ত্যাগ করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় বাংলাদেশ হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার নিজবাড়ী পিরোজপুর জেলার নাজিরপুর থানার বড় আমতলা গ্রামে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার বিকেলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বাংলাদেশ হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকায় স্থানান্তর করা হয়। শ্রীদ্বিজেন্দ্র লাল হালদার দীর্ঘ ৩৬ বছর ধরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুরে থাকতেন।
তার মৃত্যুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বর্মন (স.প্র.ঋ), যুগ্মসাধারণ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদার পলাশ (স.প্র.ঋ), প্রচার ও প্রকাশনা সম্পদক হিরন্ময় ঘোষ (স.প্র.ঋ), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. নরেশ মধু, দপ্তর সম্পাদক শ্রী বলাই কুমার সাহা, সহকোষাধ্যক্ষ শ্রী ধিশংকর, সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী অমিত কুমার সরকার, শ্রী তাপস সুকুল, শ্রী মলয়কান্তি দেব (স.প্র.ঋ), শ্রী রবেন কুমার বিশ্বাসসহ বিভিন্ন অঞ্চলের সৎসঙ্গীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ইষ্টে নিবেদিত প্রাণ কর্মী দ্বিজেন্দ্র লাল এর আত্মর শান্তি এবং স্বর্গলোক প্রাপ্তির কামনায় পরমদয়ালের রাতুল চরণে প্রার্থনা নিবেদন করছেন আশ্রম নেতৃবৃন্দ এবং ইষ্টপ্রান ভক্তবৃন্দ।
