সমাচার প্রতিবেদন :
কুষ্টিয়ায় পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে তিনদিন ব্যাপী চলবে এই উৎসব। কুষ্টিয়ার বারখাদা সার্বজনীন মন্দির অঙ্গনে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বারখাদা, কুষ্টিয়া শাখা এই উৎসবের আয়োজন করেছে। উৎসবের সার্বিক তত্বাবধানে রয়েছেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রয় হিমাইতপুর পাবনার ঋত্বিক পরিষদ সদস্য অধ্যাপক মোহিত বিশ্বাস (স.প্র.ঋ.)। অনুষ্ঠানে ধর্মসভায় সভাপতিত্বে করবেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বারখাদা, কুষ্টিয়া শাখার সভাপতি শ্রী অসিত কুমার বিশ্বাস। শাখার সাধারণ সম্পাদক শ্রী মনোরঞ্জন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে উৎসব। তিনদিন ব্যাপী উৎসবের মধ্যে থাকছে- শুভ অধিবাস, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, ধর্ম আলোচনা সভা, শ্রীশ্রীঠাকুরের শুভ জন্মলগ্ন ঘোষণা, জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন, আন্দোবাজারে প্রসাদ বিতরণ এবং রাত্রে লোকরঞ্জন অনুষ্ঠান। কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
