কথায়-কাজে স্থির নিটোল
আপদ্-বিপদ্ সব-মাঝে,
ধ’রে নিবি তেমনতরই
বাস্তবতায় দেখলে কাজে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-৬৬
পূজার মরকোচ—বৈধী চলা,
ইষ্টনিষ্ঠ অনুক্ষণ,
সম্বর্দ্ধনায় এগিয়ে যাওয়া,
বোধে স্বস্থ, শুভ চলন ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, সাধনা-৩৭
অসৎ-বিভব নয়কো বিভব
পরাভব তা’র পায়ে পায়ে,
রুদ্ধ ক’রে জীবন চলা
ক’রে রাখে একঘেয়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, অর্থনীতি-১৩
যে-কথাটি আসছে মনে
ত্বরিত ভেবে পূর্ব্বাপর,
বললে তাহা সুকৌশলে
চলায় হ’বি সুতৎপর ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ব্যবহার-৪৬
বাধা যদি পাস্ কোথাও
বুঝে-সুঝে সমীচীন,
স্বস্তিনিপুণ করায়-বলায়
নিরাকরণে কর্ বিলীন।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, যাজন-৩২
স্বস্ত্যয়নীর ইষ্টোত্তর
পালবে জন-জাতটা তোর,
ইষ্টোত্তর বাড়বে যত
জনউন্নত হবেই তত,
দেশে হাভাত থাকবে না
আলসে-কুঁড়ে রইবে না ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ইষ্টভৃতি স্বস্ত্যয়নী-৪৯
আপদ্ বিপদ্ দেখবি যেথায়
বোধবিকাশে চর্য্যা করিস্,
আপদমোচন ব্যক্তিত্বটি
নিষ্ঠাভরে ধ’রে রাখিস্ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, অসৎ-নিরোধ-২৬
টানের লক্ষণ যাজন-সেবা
যাজনে উপভোগ,
এই প্রেরণায় আসে কৰ্ম্ম
কৰ্ম্মে পূর্ণযোগ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, যাজন-৯
ভর-দুনিয়ায় চলবে যে-জন
সুখ-দুঃখ বা আক্রোশভরে,
সেই চলনই করবে তেমন
তেমনতরই রকম ধ’রে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বিধি-১০
পিতৃমাতৃকুল-গরিমা
ছেলের কাছে ধরবি এমন,
ফুল্ল হ’য়ে শিউরে উঠে
বাস্তবে হয় দক্ষ চেতন।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সন্তানচৰ্য্যা-৩১
